পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

Dolancer এর আয়ের উৎস নিয়ে প্রমান সহ বিস্তারিত আলোচনা

Dolancer এর আয়ের উৎস নিয়ে প্রমান সহ বিস্তারিত আলোচনা

অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ডুলেন্সারের মোট গ্রাহকের প্রায় ৯৫ শতাংশই এই টপিকটি নিয়ে বিস্তারিত জানে না। নিজেদের মনগড়া উত্তর দিয়ে তারা তাদের আন্ডারলাইনদের বুঝিয়ে থাকে, যা পরে নানাবিধ বিভ্রান্তির কারন হয়ে দাড়ায়। আপনারা এমন কাজ করা থেকে বিরত থাকুন। অনুগ্রহ করে সঠিক তথ্য নিজে জানুন এবং অপরকে জানান।

***নিম্নলিখিত কথাগুলো আমি নিজে ১৭ ডিসেম্বর জিগাতলা কর্পোরেট অফিসে গিয়ে ডুলেন্সারের এমডি "রোকন ইউ. আহমেদ" এর সাথে ব্যাক্তিগতভাবে ১ ঘন্টা আলোচনা করে SURE হয়েছি এবং প্রমানগুলো নিজে দেখেছি পাশাপাশি নিয়েও এসেছি***


***যেকোনো ছবি বড় করে দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন***

Dolancer.com এর অর্থ উপার্জন হয় পাচটি উপায়ে নিচে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ

১.ওয়েবসাইট লিজিং এর মাধ্যমে

মূলত ডুলেন্সার অসংখ্য হাই রেঙ্কড ওয়েবসাইটের মালিক যেগুলোকে তারা ২ বছরের জন্য LEASE দিয়ে থাকে। আসুন বিষয়টা ছবিসহ বিস্তারিত বুঝে নেই । আপনি আপনার Dolancer একাউন্টে সাইন ইন করুন এবার Lease Website থেকে Available Website এ ক্লিক করুন।



এখন অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট দেখতে পাবেন। এ সবগুলো ওয়েবসাইট লিজ দেয়া হচ্ছে আপনি চাইলে এই ওয়েবসাইটগুলোর যেকোনোটা ২ বছরের জন্য কিনে নিতে পারেন।



প্রথম ওয়েবসাইটি দেখা যাক। আমি View Details এ ক্লিক করলাম।



ওয়েবসাইটির এড্রেস এবং তা কোথায় হোস্টিং করা আছে সব দেয়া আছে। তাছাড়া দেখুন এই ওয়েবসাইটির দৈনিক এভারেজ ভিজিটর 40000 জন এবং বর্তমানে এই ওয়েবসাইট থেকে দৈনিক ইনকাম(এড প্রিভিও, এড ক্লিক, পোডাক্ট সেল সব মিলিয়ে) প্রায় ১২০ ডলার। অর্থাৎ আপনি যদি ৩০০০ ডলার(২১০০০০ টাকা) দিয়ে এই ওয়েবসাইটটি ২ বছরের জন্য লিজ নেন তবে সাথে সাথেই 40000 ভিজিটর ও Page Rank- 3 সম্পন্ন একটি ওয়েবসাইটের ২ বছরের জন্য এডমিনশিপ পেয়ে যাচ্ছেন। এখন ইচ্ছা করলে আপনি এই ওয়েবসাইটে আপনার নিজের এড প্রকাশ করতে পারেন, নতুন পোষ্ট লিখতে পারেন, আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন, কোনো পোষ্ট ডিলিট করে দিতে পারেন মানে আপনার যা মনে চায়(একটি ওয়েবসাইটের এডমিন যা যা করতে পারে) সব করতে পারবেন। ----এটাই ছিল ডুলেন্সারের ওয়েবসাইট লিজিং এর মূল কনসেপ্ট কিন্তু আমরা বাংলাদেশীরা Website Leasing কে ধরে নিয়েছি একটা Investment অপশান হিসেবে।


একটু মনযোগ দিন
দেখুন একটা ওয়েবসাইটে 40000 জন ভিজিটর আনা কিন্তু কোনো সহজ কথা নয়। যেহেতু এত ভিজিটর সেহেতু বুঝতেই হবে ওয়েবসাইটটিতে অসাধারন দক্ষতার সাথে SEO(Search Engine Optimization), নিয়মিত পোষ্ট, কমেন্ট মডারেশান, ইত্যাদি করা হয়েছে। আমরা সাধারনত এত ভালভাবে ওয়েবসাইট নিয়ন্ত্রন করতে পারি না এজন্য ডুলেন্সার আমাদের দুইটা অপশান দিচ্ছে। 

হয় আপনি ওয়েবসাইট লিজ নিয়ে তা ডুলেন্সারের হাতেই ছেড়ে দিন(যা আমরা ৯৯% লোক করে থাকি) সেক্ষেত্রে ডুলেন্সারই এই ওয়েবসাইটের সকল প্রকার মেনটেইনেনস করবে এবং ডুলেন্সার তার মত করে ইনকাম করবে। ওয়েবসাইটি যত টাকা দিয়ে লিজ নিয়েছিলেন, আপনি তার ০.০৫% করে প্রতিদিন পেতে থাকবেন। উল্লেখ্যঃ এক্ষেত্রে ডুলেন্সার যতই ইনকাম করুক না কেন (বেশী করুক বা কম করুক) তার সাথে আপনার কোনো লেনাদেনা থাকছে না। বলা বাহুল্যঃ মাসিক সার্ভার খরচ, মেনটেইনেন্স খরচ এরকম নানাবিধ খরচ-টরচ দেবার পরও ডুলেন্সারের প্রচুর লাভ থেকে যায়(যাকে Dolancer এর সবচেয়ে বড় ইনকাম বলতে পারেন)।

নতুবা দ্বিতীয় অপশান, ডুলেন্সারের কাছ থেকে ওয়েবসাইটির এডমিনশিপ বুঝে নিন। এবার আপনি আপনার মত করে ইনকাম করুন। তবে এক্ষেত্রে আপনার লাভ হচ্ছে বা লস্ হচ্ছে তাতে কিন্তু Dolancer এর কোনো কিছু আসে যায় না। তাছাড়া এডমিনশিপ বুঝে পাবার পর SEO, পোষ্ট লেখা, পোষ্ট আপডেট করা, সাইট মডারেট করা, হোস্টিং খরচ দেয়া এগুলোর কোনো কিছুতেই কিন্তু ডুলেন্সার নাক গলাবে না। আপনার ওয়েবসাইট আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মডারেট করবেন, আয় হলে তার পুরোটাই আপনার এবং লস্ হলেও তার পুরোটাই আপনার। উল্লেখ্যঃ এক্ষেত্রে কিন্তু ডুলেন্সারের কাছ থেকে আপনি আর .০৫% প্রতিদিন পাচ্ছেন না এবং ঠিক ২ বছরের পর ডুলেন্সার ঐ ওয়েবসাইটি আপনার কাছ থেকে বুঝে নেবে তবে যদি আপনি আরও ২ বছরের জন্য লিজ নিতে চান সে সুবিধাও পাবেন।


>> এবার হিসাব করুন, ডুলেন্সারের একটি উন্নতমানের ওয়েবসাইট তৈরী ও তারপর থেকে মেনটেইনেনস করা সব মিলিয়ে ১৫০০ ডলারের মত খরচ হয়। ৫০০ ডলার হাতে রাখলাম অতিরিক্ত খরচ(ম্যাচিং পয়েন্ট-টয়েন্ট এর জন্য)। তারপরও দেখুন ৩০০০ ডলারে বিক্রিকৃত ওয়েবসাইটে ১০০০ ডলার SOLID লাভ থেকে যাচ্ছে এবং ২ বছর পর ঐ ওয়েবসাইটও ডুলেন্সার ফিরে পাচ্ছে। লাভের উপর লাভ!! তাই নয় কি?? তাহলে প্রত্যেক গ্রাহককে প্রতিদিন ১ ডলার দেয়া কি ডুলেন্সারের জন্য খুব বড় কিছু? আপনিই ভেবে দেখুন!!

২.SEM(Search Engine Marketing) এর মাধ্যমে

আপনাদের মধ্যে যারা "ইন্টারনেটে আয়" বিষয়ে মোটামুটি জানেন তারা SEM এর কথা শুনে থাকবেন। SEM কে আমার মতে, Affiliate Marketing বলা যেতে পারে। সম্পূর্ন ব্যাপারটা বুঝার জন্য আপনাকে এবার বুঝতে হবে Dolancer এর Click to Earn আসলে কি? Click to Earn এর বিস্তারিত জানুন এখানে


****উপরের লিংকটিতে ক্লিক করে আগে Click to Earn সম্পর্কে জানুন অতঃপর এই লেখার বাকি অংশ পড়ুন****


>> এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে- "ডুলেন্সার যদি Click to Earn দ্বারা PTC এর মত ইনকাম না করে তবে Dolancer ক্লিক টু আর্ন এর মাধ্যমে কিভাবে লাভবান হয়?"


এখানেই আসে Affiliate Marketing এর ব্যাপার। আসুন কিছু উদাহরন দিয়ে আলোচনা করি তাহলে আপনার জন্য বুঝা সহজ হবে।


উদাহরন-১: Featured Article ও Adchoices এর বিজ্ঞাপন


চিহ্নিত প্রথম দুটো অংশ হলো Adchoices(Google Adsense এর একটি সার্ভিস) এর বিজ্ঞাপন। যদি কোনো ব্যাক্তি এই এডের প্রতি আকৃষ্ট হয়ে এডটিতে ক্লিক করে তবে এই ওয়েবসাইটের মালিক(মানে ডুলেন্সার) এর বিনিময় পাবে। ক্লিক না করা হলেও যতবার এডটিকে শুধুমাত্র দেখা হবে (Impressions) তারও একটি বিনিময় ডুলেন্সার পাবে।

চিহ্নিত তৃতীয় অংশটি হচ্ছে Featured Article, সহজ কথায় টাকার বিনিময়ে প্রকাশিত লেখা। ছবিটিতে(উদাহরন-১) দেখুন Revit Clinic নামক কোনো এক কম্পানীর নামে একটি Article/লেখা(যাকে Review বলা চলে) প্রকাশ করা হয়েছে। যারা এই বিষয়ে জ্ঞান রাখেন তারা ভাল করেই জানেন যে Featured Article এর জন্য চড়া দাম রাখা হয় কিন্তু সমস্যা হচ্ছে টাকা দিয়ে লেখা প্রকাশে আগ্রহী এমন Client পাওয়া বড় কঠিন। সাধারনত যাদের ওয়েবসাইটে প্রতিদিন প্রচুর Page View থাকে তারাই এধরনের Client পায়।


ডুলেন্সারে বর্তমানে ৫০০০০ এর উপরে একাউন্ট আছে। এই ৫০০০০ একাউন্ট দিয়ে যখন (ক্লিক টু আর্ন এর মাধ্যমে) কোনো ওয়েবসাইটে প্রবেশ করা হয় তখন ঐ ওয়েবসাইটের Page View অতিরিক্ত আরও ৫০০০০ বৃদ্ধি পায় মানে Adchoices এর এডটি অতিরিক্ত আরও ৫০০০০ বার দেখা হয়(যার Value অন্তত শ খানেক ডলার!) ।
আবার ৫০০০০ ভিজিট সম্পন্ন একটি Website কে ইন্টারনেটের দুনিয়ার একটি অসাধারন ওয়েবসাইট হিসেবে বিবেচনা করা হয়। তাই Click to Earn কে কাজে লাগিয়ে Dolancer তাদের ওয়েবসাইটগুলোতে আরও বেশি বেশি Featured Article প্রকাশ করার আগ্রহী Client খুজে পাচ্ছে যা দ্বারা Dolancer অকল্পনীয় মাত্রায় লাভবান হচ্ছে।


উদাহরন-২: Featured Ads

লক্ষ্য করুন, ওয়েবসাইটটিতে চারটি ADVERTISEMENT(চিহ্নিতগুলো) রয়েছে। এগুলো Adsense, Adchoices, Bidvertiser এরকম কোনো কম্পানীর  মাধ্যমে আশা ADS নয়! এগুলোকে বলা হয় Featured বা Sponsored ADS, এককথায় টাকা দিয়ে প্রকাশ করা এড। যাদের ওয়েবসাইটে প্রতিদিন ভাল পেইজ ভিউ থাকে সাধারনত তারাই এরকম এড প্রকাশে আগ্রহী Client এর দেখা পায়। এর বিনিময়ও পাওয়া যায় অনেক, অনেক বেশি!! উদাহরন স্বরূপ উপরের ছবিটাতে গোল মার্ক করা অংশটি পড়ুন। শুধুমাত্র ১০০X১০০ সাইজের একটি এড দিবে তাও মাসে ৫০ ডলার! তাও দেখুন এরকম দুটো এড(ডানপাশের নিচের দুটো) ইতিমধ্যেই পেয়ে গেছে! তাছাড়া উপরে একটি বড় ব্যানার এবং মাঝখানে আরেকটি মাঝারি সাইজের ব্যানারও প্রকাশ করা হয়েছে ওগুলোর দাম আরও বেশী অন্তত ১২০-১৫০ ডলার হবে!!!


এত Featured ADS পাওয়ার মূল Secret হল ওয়েবসাইটিতে ভিজিটর অনেক বেশী কিন্তু আসলে কি এত বেশী?? ভাল করে চেক করলে দেখা যাবে REAL VISITOR খুব বেশী গেলে ১০০০০ ছিল কিন্তু Dolancer এর ৫০০০০ ভিজিটের কারনে তা হয়ে গেছে ৬০০০০!! কি? ক্লিক টু আর্ন কি কাজে আসে বুঝে আসছে?


উদাহরন-৩: ওয়েবসাইটের রেঙ্কিং ও অতিরিক্ত কিছু আয়



দেখুন Website টিতে কোনো পোষ্টই এখনও লেখা হয় নি(তাই ডিফল্ট পোষ্ট Show করছে"Hello World")?? কিন্তু দেখুন ডানে বামে মাঝখানে উপরে সবজায়গায় গুগল এডসেন্স ও এড চয়েসেস এর এড এ ভর্তি। আমরা যতই Click to Earn এর মাধ্যমে এই ওয়েবসাইটটিতে ঢুকছি ততই পেজ ইম্প্রশান+ এড ইম্প্রেশান বাড়ছে ফলে যদিও Website টির পেছনে Dolancer মোটেই সময় ব্যয় করে নাই তারপরও তারা ভাল(আসলে ভাল না, বলতে হবে দারুন) টাকা কামাচ্ছে শুধুমাত্র Click to Earn কে কাজে লাগিয়ে।
>>ইন্টারনেটের দুনিয়ায় একটি ওয়েবসাইট ভাল বা মন্দ তার মান নির্ধারন করা হয় Website Ranking এর মাধ্যমে। এই Ranking নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। তার মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হল ওয়েবসাইটে নিয়মিত ভিজিটরের পরিমান। তাই ডুলেন্সার এই Click to Earn কে বুদ্ধিমত্তার সাথে কাজি লাগিয়ে তাদের যেকোনো Low Ranking সমৃদ্ধ ওয়েবসাইটকেও High Ranked ওয়েবসাইটে পরিনত করতে পারে।

৩.ফ্রিলেন্সিং এর মাধ্যমে

Dolancer.com এ যখন কেউ কোনো JOB প্রকাশ করতে যায় তখন তাকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ সার্ভিস ফি হিসেবে দিতে হয়। এবং যে ঐ JOB কম্প্লিট করবে তাকেও কিন্তু ডুলেন্সারকে সার্ভিস ফি বাবদ নির্দিষ্ট পরিমান অর্থ দিতে হয়। এই সার্ভিস ফি কিন্তু পুরোটাই লাভ!
৪.কমিশনের মাধ্যমে

ডুলেন্সারের ইনকামের আরেকটি বড় সোর্স হচ্ছে এই কমিশন। আপনি টাকা উঠানোর সময় যে ৫% কমিশন দেন তার পুরোটাই কিন্তু ডুলেন্সারের লাভ!

৫.রেজিষ্ট্রেশান ফি-এর মাধ্যমে

রোকন ইউ. আহমেদের তথ্য মতে- "যদি ১০০ ডলার দিয়ে একটি নতুন একাউন্ট খোলা হয় তবে মূলত তার ৮৫ ডলারই রেফারাল ও মেচিং বোনাসের পেছনে চলে যায়(আপনি তো জানেন একেকটা রেজিষ্ট্রেশান কতগুলো পয়েন্ট হিট করে)"। তাহলে বাকি ১৫ ডলার থাকছে ডুলেন্সারের লাভ!

তাই ডুলেন্সারের জন্য প্রত্যেক একাউন্টে প্রতিদিন ১ ডলার দেয়া তেমন কোনো বড় ব্যাপার নয়।


ডুলেন্সারের অভ্যন্তরীন ব্যাংক Transaction

ডুলেন্সার কিভাবে অর্থ আয় করে তা নাহয় জানা গেল এবার একটু জেনে নিন কিভাবে এই অর্থ ডুলেন্সারের ব্যাংক একাউন্টে জমা হয়। মূলত ডুলেন্সারের অর্থ জমা হয় তাদের Singapore এবং USA এর ব্যাংক একাউন্টে। সেখান থেকে SWIFT এর মাধ্যমে ডলার ট্রান্সফার করে আনা হয় বাংলাদেশে, তাদের Eastern Bank LTD এর মতিঝিল শাখার ব্যাংক একাউন্টে। তারপর তা ক্যাশ করে আপনাদের হাতে হাতে দেয়া হয়।

New York এর একাউন্ট থেকে EBL এর একাউন্টে ট্রান্সফার রিকোষ্টের Confirmation Mail

এই রিকোষ্টের বাবদ যে SWIFT Transaction হয়েছিল তার কপি


যেহেতু ব্যাংক Transaction তাই উপরের ছবিগুলোতে ইচ্ছা না থাকলেও কিছু তথ্য মুছে দিতে হয়েছে তবে ফ্রেশ কপি আমার কাছে আছে। এরপর EBL এ টাকা পৌছানোর কপিও আমার কাছে আছে তবে Security এর জন্য পাবলিকলি প্রকাশ করা যাচ্ছে না(কতটুকু মুছা উচিত তা বুঝতে পারছি না)।


যদি তারপরও আপনার মনে Dolancer এর আয় নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকে তবে অনুগ্রহ করে কমেন্ট করুন, অবশ্যই রিপ্লাই দেয়া হবে অথবা ডুলেন্সারের অফিসে এসে কারো সাথে কথা বলুন। যদি তারপরও আপনার মনের সন্দেহ দূর না হয় তবে অবশ্যই আপনার সাথে ডুলেন্সারের এমডি জনাব রোকন ইউ. আহমেদের কথা বলার ব্যবস্থা করে দেয়া হবে।

1 টি মন্তব্য: