পৃষ্ঠাসমূহ

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

Dolancer.com এর বর্ননা

Dolancer.com এর বর্ননা

এই পোষ্টে আমি dolancer.com এর ছোটখাটো বর্ননা দিতে যাচ্ছি। আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা- dolancer.com এর ইউজার কিন্তু Dolancer নিয়ে বেশি কিছু জানেন না, আবার কেউ কেউ হয়ত Dolancer এর নাম শুনেছেন কিন্তু এখনও রেজিষ্টার করেন নি বা করতে ভয় পাচ্ছেন বা করার কথা ভাবছেন, আবার এমনও কেউ থাকতে পারেন যে Dolancer.com এর নাম এই প্রথম শুনছেন। তাই আপনাদের অন্য কিছু বলার আগে dolancer.com কি? এখান থেকে কিভাবে আয় করে? কিভাবে টাকা তুলে এগুলো আলোচনা করাই আমি বেশী গুরুত্বপূর্ন মনে করছি। আসুন কম কথায় জেনে নেই ডুলেন্সারের Business Plan.


নিচের ছবিটা একটু দেখুন:

ডুলেন্সারের অফিসে এসে অথবা আপনার কোনো বন্ধু যদি ডুলেন্সারের সদস্য হয় তবে তার মাধ্যমে প্রথমে আপনাকে একটা একাউন্ট খুলতে হবে। বর্তমানে তিন রকমের একাউন্ট খুলা যায়।

) বেসিক ১০০ ডলার বা ,০০০ টাকার এ্যকাউন্ট
) মডারেট ৩০০ ডলার বা ২১,০০০ টাকার এ্যকাউন্ট
) এডভান্স ৫০০ ডলার বা ৩৫,০০০ টাকার এ্যকাউন্ট

এ্যকাউন্ট  করার পরে আপনি এখান থেকে চারটি পদ্ধতিতে আয় করতে পারবেন নিচে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল :

পদ্ধতি : ক্লিক টু আর্ন(কাজ কিছুটা PTC এর মতই কিন্তু PTC নয়)
Dolancer.com এ লগইন করার পর আপনাকে কিছু ওয়েব এর লিংক দেবে ভিজিট করার জন্য, তাতে ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করলেই আপনি ইন্সট্যান্ট ডলার পেয়ে যাবেন। কি? PTC এর মত মনে হচ্ছে তাই না? কিন্তু আসলে Dolancer এর CTE(Click to Earn) এবং সাধারন PTC(Paid to Click) এর মাঝে ব্যাপক পার্থক্য আছে। বিস্তারিত জানার জন্য এই লেখাটি পড়ুন সদস্যতা অনুযায়ী আপনি বিজ্ঞাপনের লিংক পাবেন যেমন-

বেসিক (৭০০০ টাকা)  এই প্যাকেজ এর সদস্য হলে প্রতিদিন ১০০ টি লিংক পাবেএবং প্রতিটি লিংক ক্লিক এর জন্য পাবেন . সেন্ট ( ৭০পয়সা )। তাহলে ১০০X০.১= ১ ডলার=৭০ টাকা।
মডারেট ( ২১০০০ টাকা ) এই প্যাকেজ এর সদস্য হলে প্রতিদিন ৩০০ টি লিংক পাবেন এবং প্রতিটি লিংক ক্লিক এর জন্য . সেন্ট। =৩ ডলার=২১০ টাকা
এডভান্স ( ৩৫০০০ টাকা ) এই প্যাকেজ এর সদস্য হলে প্রতিদিন ৫০০ টি লিংক পাবেএবং প্রতিটি লিংক ক্লিক এর জন্য . সেন্ট । =৫ ডলার=৩৫০ টাকা

পদ্ধতি : ফ্রিল্যান্সার হিসেবে
যদিও সবাই Click to Earn দিয়েই বর্তমানে সিংহভাগ অর্থ উপার্জন করছে কিন্তু আসলে ডুলেন্সারের মূল প্লান হল ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়। আপনি কিন্তু Dolancer.com এর Home Page এ কোথাও Click to earn বিষয়ক একটা কথাও দেখতে পাবেন না- কেননা Click to earn হল তাদের Optional Business Plan আসল টার্গেট ফ্রিলেন্সিং। প্রাথমিক ভাবে খুব বেশি Project না পাওয়া গেলেও খুব শিঘ্রই এখানে আরও প্রোজেক্ট পাওয়া যাবে এবং আপনারা ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন প্রজেক্ট এর কাজ করে প্রচুর অর্থ আয় করতে পারবেন সবগুলো প্রজেক্টই ভেরিফাইড তাই টাকা না পাওয়ার কোনো সুযোগই নেই।

পদ্ধতি : ওয়েব লিজিং এর মাধ্যমে
ডুলেন্সারের একটি Unique অপশন হল ওয়েব লিজিং। আপনি শুধু বছরের জন্য Dolancer কাছ থেকে উচ্চ রেঙ্কিং সম্পন্ন ওয়েব সাইট লিজ নেবেন। এখানে লিজিং নিয়ে বিস্তারিত আলাপ করা হচ্ছে না কারন অনেকেরই এই লিজ নিয়ে একটি ভুল ধারনা আছে। Website Leasing নিয়ে ভুল ধারনা দূর করার জন্য এই লেখাটি পড়ুন। ****এমনি Simply বলতে গেলে বলা যায়, প্রতিদিন আপনার এ্যকাউন্টে মূল টাকার(যত টাকার লিজ নিবেন) .% করে জমা হতে থাকবে এভাবে আপনি দুই বছর ঐ লিজ থেকে টাকা পেতে থাকবেন যেমন: আপনি যদি ৩৫,০০০ টাকার(৫০০ডলার) একটা ওয়েব সাইট কিনেন; তবে প্রতিদিন আপনি পাবেন ৩৫০০০X.%=১৭৫ টাকা; মাসে ১৭৫X৩০= ,২৫০ টাকা; বছরে ৭৩০দিনX১৭৫টাকা= ,২৭,৭৫০টাকা।(মূল টাকার প্রায় সাড়ে তিনগুন !)। আরও মজার কথা হল আপনাকে টাকা উঠানোর জন্য ২ বছর বসে থাকতে হচ্ছে না। যেহেতু প্রতিদিন টাকা পাচ্ছেন তাই ৫০ ডলার হয়ে গেলেই আপনি ঐ টাকা উঠিয়ে ফেলতে পারেন যেকোনো সময়। ****

পদ্ধতি : রেফারেন্স এর মাধ্যমে
প্রথমেই বলেছিলাম এখানে একাউন্ট করার জন্য অব্যশই স্পঞ্জর বা রেফারেন্স লাগবে। এটি একটি দারুন সুবিধা এই সাইটের আপনার রেফারেন্সে যদি কেউ এ্যকাউন্ট খুলে তবে আপনি সাথে সাথে পাবেন ১০% বোনাস অর্থাৎ আপনি যদি বেসিক এ্যকাউন্ট করান তবে পাবেন ৭০০টাকা(১০০ ডলার এ ১০ ডলার) যদি মডারেট প্যাকেজ এ্যকাউন্ট করান তবে পাবেন ২১০০টাকা (৩০০ ডলার এ ৩০ ডলার) আর এডভান্স পাবেন ৩৫০০টাকা (৫০০ডলার এ ৫০ ডলার) এরপর দ্বিতীয় একাউন্ট করালে আপনি তার ১০% বোনাসের পাশাপাশি আরও পাবেন ১০ ডলার(এটা মেচিং বোনাস>>একটু complicated বিষয় একাউন্ট খোলার সময় অবশ্যই বুঝে নেবেন)

উল্লেখ্য: আপনাদের মধ্য কেউ কেউ হয়ত শুনে থাকবেন Post to Earn এর কথা। জানুয়ারির মাঝামাঝি থেকে হয়ত আপনারা dolancer.com এ পোস্ট টু আর্ন দেখতে পাবেন যা দ্বারা আপনি অতিরিক্ত আরও ২-৩ ডলারের মত আয় করতে পারবেন প্রতিদিন!
  
একটু ভেবে দেখুনঃ আপনি যদি ৭০০০টাকার একটি বেসিক একাউন্ট খুলেন তবে প্রতিদিন শুধু ক্লিক করেই পাচ্ছেন ১ ডলার মানে এক মাসে ৩০ ডলার=২১০০টাকা। তাই দেখা যায় সাড়ে তিন মাসের মধ্যেই আপনি আপনার মূল টাকা তুলে ফেলতে পারছেন। আর Dolancer.com এর একাউন্টের কোনো মেয়াদ নেই। অর্থাৎ একবার একাউন্ট করলে তা হতে আপনি আয় করতে পারবেন আজীবন। আর কাজ জানলে Freelancing, Post to Earn দ্বারা কত আয় করবেন তা তো না বললেই চলে।

এতো গেল ডলার ইনকামের কথা কিন্তু আসল কথা হলো ডলার তুলবেন কিভাবে?

এখান থেকে ডলার তোলা যায় ৩টি পদ্ধতিতে-
.       ১. Dolancer Eastern VISA Card এর মাধ্যমে। আপনাকে প্রথমে আবেদন করতে হবে এই কার্ডের জন্য Dolancer এর অফিসে তারপর কার্ড পাওয়ার পর যেকোনো দিন যেকোনো সময় Withdraw দিতে পারবেন। টাকা একাউন্টে জমা হতে সময় লাগে ১২-২৪ ঘন্টা।

.       ২. Account To Account Transactionএই পদ্ধতিতে এক এ্যাকাউন্ট থেকে অন্য এ্যাকাউন্টে যে কেউ যে কোন সময় ডলার ট্রান্সফার করতে পারবেন। মূলত এইভাবেই বেশীরভাগ টাকা তুলা হয়ে থাকে। আপনি যদি ডুলেন্সারের অফিসে এসে একাউন্ট করেন তবে আপনার আপার লাইনের কাছে আপনার ডলার সেন্ড করে সমপরিমান টাকা নিয়ে যেতে পারেন।

.       ৩. Official Payment (acc.dolancer) প্রতি সপ্তাহে রবিবার অফিস থেকে ডলার উডডিউ বা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে শনিবার রাত ৯টার মধ্যে আপনার একাউন্টের টাকা acc.dolancer এই একাউন্টে ট্রান্সফার করতে হবে। পরে রবিবার সকাল ১১টা থেকে ৫টার মধ্যে অফিসে এসে আপনার টাকা নগদ নিয়ে যেতে পারবেন।Minimum Withdrawal হচ্ছে ৫০ ডলার।






>>> এরপরও যদি আপনার মনে কোনো প্রকার প্রশ্ন থাকে তবে নির্দিধায় কমেন্ট করতে পারেন নতুবা DOLANCER এর অফিসে এসে জেনে নিতে পারেন।


অফিসের ঠিকানাঃ কলাবাগান, অলতা প্লাজার ৬ তলায়। 

Dolancer এর Click to Earn কোনো PTC নয়!


Dolancer এর Click to Earn কোনো PTC নয়!

আমাদের এ ব্যাপারে একটা বড় ভুল বুঝাবুঝি রয়েছে। ডুলেন্সারের ৯৯ শতাংশ লোকই Click to Earn কে Paid to Click(PTC) এর সাথে তুলনা করে। জিনিসটা 100% FALSE! ডুলেন্সার কোনো PTC কম্পানী নয়, এটি একটি Freelancing কম্পানী এবং পৃথিবীর সবচেয়ে বড় Website Leasing কম্পানী।

আসুন PTC এবং Click to Earn এর মাঝে পার্থক্য ছবিসহ আলোচনা করি--


বর্তমানে PTC Website গুলোর মধ্যে সবচেয়ে নামকরা দুটি হল NEOBUXCLIXSENSE । এদের Home Page গুলো দেখা যাক।

Neobux এর HOMEPAGE

Clixsense এর HOMEPAGE

যদিও লাল বর্ডার করে দেখিয়ে দিয়েছি তবুও বলছি খেয়াল করুন উভয় ওয়েবসাইটেই(সকল PTC সাইটেরই একই অবস্থা) রেজিস্টার করার দুইটা অপশান আছে। একটি ADVERTISER হিসেবে অর্থাৎ যারা এডভারটাইজমেন্ট সাবমিট করতে আগ্রহী। আরেকটা MEMBER হিসেবে অর্থাৎ যারা ADVERTISEMENT দেখতে আগ্রহী। এখন এসকল PTC সাইটের লাভ কোথায় দেখুন। 

ধরুন, আমি একজন ADVERTISER এবং আপনি একজন সাধারন MEMBER। আমি আমার প্রোডাক্ট এর এড NEOBUX এ সাবমিট করলাম এই হিসেবে যে প্রতি ভিজিট = .০০২ পয়সা। এখন NEOBUX আপনাকে ঐ এড দেখতে দিলো .০০১ পয়সায়। তাহলে দেখুন NEOBUX এর লাভ থেকে যাচ্ছে প্রতি ভিজিটে .০০১ পয়সা!! এভাবেই মূলত একজন ADVERTISER এবং একজন VISITOR এর মাঝে সমঝোতা করেই সকল PTC সাইট ইনকাম করে। 

>>এবার DOLANCER এর Home Page টা একটু দেখি


দেখুন Dolancer এর রেজিষ্টার অপশানস দুইটা যা অন্যান্য Freelancing সাইটের মতই Worker(কর্মকর্তা) হিসেবে নতুবা Job Submitter(কাজ দাতা) হিসেবে। আমি চাইলেও এখানে Advertiser হিসেবে Sign Up করে এড দিতে পারছি না অর্থাৎ আমরা Dolancer এর Click to Earn এ যত ওয়েবসাইট দেখছি তা অন্য কোনো ADVERTISER প্রদান করে নি স্বয়ং Dolancer ই দিয়েছে।


সুতরাং Dolancer সকল PTC সাইটের মত MEMBER ও ADVERTISER এর মধ্যে সমঝোতা করে কোনো অর্থ আয় করছে না। তাহলে আপনি কিভাবে বলেন/তুলনা দেন যে,  Dolancer.com একটি PTC সাইট?

আরও একটা মজার কথা বলিঃ ডুলেন্সারের হোম পেজ তন্য তন্য করে খুজলেও আপনি কোথাও PTC এর নাম গন্ধও পাবেন না শুধু পাবেন Freelancing এবং Website Leasing. অতএব অনুগ্রহ করে আজ থেকে Dolancer এর Website এর সাথে PTC এর তুলনা দেওয়া থেকে বিরত থাকুন


Dolancer কিভাবে আয় করে সেই সম্পর্কে বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করুন

যদি তারপরও কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করার জন্য অনুরোধ করা হল নতুবা Dolancer এর অফিসে যোগাযোগ করুন।

Dolancer এর আয়ের উৎস নিয়ে প্রমান সহ বিস্তারিত আলোচনা

Dolancer এর আয়ের উৎস নিয়ে প্রমান সহ বিস্তারিত আলোচনা

অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ডুলেন্সারের মোট গ্রাহকের প্রায় ৯৫ শতাংশই এই টপিকটি নিয়ে বিস্তারিত জানে না। নিজেদের মনগড়া উত্তর দিয়ে তারা তাদের আন্ডারলাইনদের বুঝিয়ে থাকে, যা পরে নানাবিধ বিভ্রান্তির কারন হয়ে দাড়ায়। আপনারা এমন কাজ করা থেকে বিরত থাকুন। অনুগ্রহ করে সঠিক তথ্য নিজে জানুন এবং অপরকে জানান।

***নিম্নলিখিত কথাগুলো আমি নিজে ১৭ ডিসেম্বর জিগাতলা কর্পোরেট অফিসে গিয়ে ডুলেন্সারের এমডি "রোকন ইউ. আহমেদ" এর সাথে ব্যাক্তিগতভাবে ১ ঘন্টা আলোচনা করে SURE হয়েছি এবং প্রমানগুলো নিজে দেখেছি পাশাপাশি নিয়েও এসেছি***


***যেকোনো ছবি বড় করে দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন***

Dolancer.com এর অর্থ উপার্জন হয় পাচটি উপায়ে নিচে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলঃ

১.ওয়েবসাইট লিজিং এর মাধ্যমে

মূলত ডুলেন্সার অসংখ্য হাই রেঙ্কড ওয়েবসাইটের মালিক যেগুলোকে তারা ২ বছরের জন্য LEASE দিয়ে থাকে। আসুন বিষয়টা ছবিসহ বিস্তারিত বুঝে নেই । আপনি আপনার Dolancer একাউন্টে সাইন ইন করুন এবার Lease Website থেকে Available Website এ ক্লিক করুন।



এখন অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট দেখতে পাবেন। এ সবগুলো ওয়েবসাইট লিজ দেয়া হচ্ছে আপনি চাইলে এই ওয়েবসাইটগুলোর যেকোনোটা ২ বছরের জন্য কিনে নিতে পারেন।



প্রথম ওয়েবসাইটি দেখা যাক। আমি View Details এ ক্লিক করলাম।



ওয়েবসাইটির এড্রেস এবং তা কোথায় হোস্টিং করা আছে সব দেয়া আছে। তাছাড়া দেখুন এই ওয়েবসাইটির দৈনিক এভারেজ ভিজিটর 40000 জন এবং বর্তমানে এই ওয়েবসাইট থেকে দৈনিক ইনকাম(এড প্রিভিও, এড ক্লিক, পোডাক্ট সেল সব মিলিয়ে) প্রায় ১২০ ডলার। অর্থাৎ আপনি যদি ৩০০০ ডলার(২১০০০০ টাকা) দিয়ে এই ওয়েবসাইটটি ২ বছরের জন্য লিজ নেন তবে সাথে সাথেই 40000 ভিজিটর ও Page Rank- 3 সম্পন্ন একটি ওয়েবসাইটের ২ বছরের জন্য এডমিনশিপ পেয়ে যাচ্ছেন। এখন ইচ্ছা করলে আপনি এই ওয়েবসাইটে আপনার নিজের এড প্রকাশ করতে পারেন, নতুন পোষ্ট লিখতে পারেন, আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারেন, কোনো পোষ্ট ডিলিট করে দিতে পারেন মানে আপনার যা মনে চায়(একটি ওয়েবসাইটের এডমিন যা যা করতে পারে) সব করতে পারবেন। ----এটাই ছিল ডুলেন্সারের ওয়েবসাইট লিজিং এর মূল কনসেপ্ট কিন্তু আমরা বাংলাদেশীরা Website Leasing কে ধরে নিয়েছি একটা Investment অপশান হিসেবে।


একটু মনযোগ দিন
দেখুন একটা ওয়েবসাইটে 40000 জন ভিজিটর আনা কিন্তু কোনো সহজ কথা নয়। যেহেতু এত ভিজিটর সেহেতু বুঝতেই হবে ওয়েবসাইটটিতে অসাধারন দক্ষতার সাথে SEO(Search Engine Optimization), নিয়মিত পোষ্ট, কমেন্ট মডারেশান, ইত্যাদি করা হয়েছে। আমরা সাধারনত এত ভালভাবে ওয়েবসাইট নিয়ন্ত্রন করতে পারি না এজন্য ডুলেন্সার আমাদের দুইটা অপশান দিচ্ছে। 

হয় আপনি ওয়েবসাইট লিজ নিয়ে তা ডুলেন্সারের হাতেই ছেড়ে দিন(যা আমরা ৯৯% লোক করে থাকি) সেক্ষেত্রে ডুলেন্সারই এই ওয়েবসাইটের সকল প্রকার মেনটেইনেনস করবে এবং ডুলেন্সার তার মত করে ইনকাম করবে। ওয়েবসাইটি যত টাকা দিয়ে লিজ নিয়েছিলেন, আপনি তার ০.০৫% করে প্রতিদিন পেতে থাকবেন। উল্লেখ্যঃ এক্ষেত্রে ডুলেন্সার যতই ইনকাম করুক না কেন (বেশী করুক বা কম করুক) তার সাথে আপনার কোনো লেনাদেনা থাকছে না। বলা বাহুল্যঃ মাসিক সার্ভার খরচ, মেনটেইনেন্স খরচ এরকম নানাবিধ খরচ-টরচ দেবার পরও ডুলেন্সারের প্রচুর লাভ থেকে যায়(যাকে Dolancer এর সবচেয়ে বড় ইনকাম বলতে পারেন)।

নতুবা দ্বিতীয় অপশান, ডুলেন্সারের কাছ থেকে ওয়েবসাইটির এডমিনশিপ বুঝে নিন। এবার আপনি আপনার মত করে ইনকাম করুন। তবে এক্ষেত্রে আপনার লাভ হচ্ছে বা লস্ হচ্ছে তাতে কিন্তু Dolancer এর কোনো কিছু আসে যায় না। তাছাড়া এডমিনশিপ বুঝে পাবার পর SEO, পোষ্ট লেখা, পোষ্ট আপডেট করা, সাইট মডারেট করা, হোস্টিং খরচ দেয়া এগুলোর কোনো কিছুতেই কিন্তু ডুলেন্সার নাক গলাবে না। আপনার ওয়েবসাইট আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মডারেট করবেন, আয় হলে তার পুরোটাই আপনার এবং লস্ হলেও তার পুরোটাই আপনার। উল্লেখ্যঃ এক্ষেত্রে কিন্তু ডুলেন্সারের কাছ থেকে আপনি আর .০৫% প্রতিদিন পাচ্ছেন না এবং ঠিক ২ বছরের পর ডুলেন্সার ঐ ওয়েবসাইটি আপনার কাছ থেকে বুঝে নেবে তবে যদি আপনি আরও ২ বছরের জন্য লিজ নিতে চান সে সুবিধাও পাবেন।


>> এবার হিসাব করুন, ডুলেন্সারের একটি উন্নতমানের ওয়েবসাইট তৈরী ও তারপর থেকে মেনটেইনেনস করা সব মিলিয়ে ১৫০০ ডলারের মত খরচ হয়। ৫০০ ডলার হাতে রাখলাম অতিরিক্ত খরচ(ম্যাচিং পয়েন্ট-টয়েন্ট এর জন্য)। তারপরও দেখুন ৩০০০ ডলারে বিক্রিকৃত ওয়েবসাইটে ১০০০ ডলার SOLID লাভ থেকে যাচ্ছে এবং ২ বছর পর ঐ ওয়েবসাইটও ডুলেন্সার ফিরে পাচ্ছে। লাভের উপর লাভ!! তাই নয় কি?? তাহলে প্রত্যেক গ্রাহককে প্রতিদিন ১ ডলার দেয়া কি ডুলেন্সারের জন্য খুব বড় কিছু? আপনিই ভেবে দেখুন!!

২.SEM(Search Engine Marketing) এর মাধ্যমে

আপনাদের মধ্যে যারা "ইন্টারনেটে আয়" বিষয়ে মোটামুটি জানেন তারা SEM এর কথা শুনে থাকবেন। SEM কে আমার মতে, Affiliate Marketing বলা যেতে পারে। সম্পূর্ন ব্যাপারটা বুঝার জন্য আপনাকে এবার বুঝতে হবে Dolancer এর Click to Earn আসলে কি? Click to Earn এর বিস্তারিত জানুন এখানে


****উপরের লিংকটিতে ক্লিক করে আগে Click to Earn সম্পর্কে জানুন অতঃপর এই লেখার বাকি অংশ পড়ুন****


>> এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে- "ডুলেন্সার যদি Click to Earn দ্বারা PTC এর মত ইনকাম না করে তবে Dolancer ক্লিক টু আর্ন এর মাধ্যমে কিভাবে লাভবান হয়?"


এখানেই আসে Affiliate Marketing এর ব্যাপার। আসুন কিছু উদাহরন দিয়ে আলোচনা করি তাহলে আপনার জন্য বুঝা সহজ হবে।


উদাহরন-১: Featured Article ও Adchoices এর বিজ্ঞাপন


চিহ্নিত প্রথম দুটো অংশ হলো Adchoices(Google Adsense এর একটি সার্ভিস) এর বিজ্ঞাপন। যদি কোনো ব্যাক্তি এই এডের প্রতি আকৃষ্ট হয়ে এডটিতে ক্লিক করে তবে এই ওয়েবসাইটের মালিক(মানে ডুলেন্সার) এর বিনিময় পাবে। ক্লিক না করা হলেও যতবার এডটিকে শুধুমাত্র দেখা হবে (Impressions) তারও একটি বিনিময় ডুলেন্সার পাবে।

চিহ্নিত তৃতীয় অংশটি হচ্ছে Featured Article, সহজ কথায় টাকার বিনিময়ে প্রকাশিত লেখা। ছবিটিতে(উদাহরন-১) দেখুন Revit Clinic নামক কোনো এক কম্পানীর নামে একটি Article/লেখা(যাকে Review বলা চলে) প্রকাশ করা হয়েছে। যারা এই বিষয়ে জ্ঞান রাখেন তারা ভাল করেই জানেন যে Featured Article এর জন্য চড়া দাম রাখা হয় কিন্তু সমস্যা হচ্ছে টাকা দিয়ে লেখা প্রকাশে আগ্রহী এমন Client পাওয়া বড় কঠিন। সাধারনত যাদের ওয়েবসাইটে প্রতিদিন প্রচুর Page View থাকে তারাই এধরনের Client পায়।


ডুলেন্সারে বর্তমানে ৫০০০০ এর উপরে একাউন্ট আছে। এই ৫০০০০ একাউন্ট দিয়ে যখন (ক্লিক টু আর্ন এর মাধ্যমে) কোনো ওয়েবসাইটে প্রবেশ করা হয় তখন ঐ ওয়েবসাইটের Page View অতিরিক্ত আরও ৫০০০০ বৃদ্ধি পায় মানে Adchoices এর এডটি অতিরিক্ত আরও ৫০০০০ বার দেখা হয়(যার Value অন্তত শ খানেক ডলার!) ।
আবার ৫০০০০ ভিজিট সম্পন্ন একটি Website কে ইন্টারনেটের দুনিয়ার একটি অসাধারন ওয়েবসাইট হিসেবে বিবেচনা করা হয়। তাই Click to Earn কে কাজে লাগিয়ে Dolancer তাদের ওয়েবসাইটগুলোতে আরও বেশি বেশি Featured Article প্রকাশ করার আগ্রহী Client খুজে পাচ্ছে যা দ্বারা Dolancer অকল্পনীয় মাত্রায় লাভবান হচ্ছে।


উদাহরন-২: Featured Ads

লক্ষ্য করুন, ওয়েবসাইটটিতে চারটি ADVERTISEMENT(চিহ্নিতগুলো) রয়েছে। এগুলো Adsense, Adchoices, Bidvertiser এরকম কোনো কম্পানীর  মাধ্যমে আশা ADS নয়! এগুলোকে বলা হয় Featured বা Sponsored ADS, এককথায় টাকা দিয়ে প্রকাশ করা এড। যাদের ওয়েবসাইটে প্রতিদিন ভাল পেইজ ভিউ থাকে সাধারনত তারাই এরকম এড প্রকাশে আগ্রহী Client এর দেখা পায়। এর বিনিময়ও পাওয়া যায় অনেক, অনেক বেশি!! উদাহরন স্বরূপ উপরের ছবিটাতে গোল মার্ক করা অংশটি পড়ুন। শুধুমাত্র ১০০X১০০ সাইজের একটি এড দিবে তাও মাসে ৫০ ডলার! তাও দেখুন এরকম দুটো এড(ডানপাশের নিচের দুটো) ইতিমধ্যেই পেয়ে গেছে! তাছাড়া উপরে একটি বড় ব্যানার এবং মাঝখানে আরেকটি মাঝারি সাইজের ব্যানারও প্রকাশ করা হয়েছে ওগুলোর দাম আরও বেশী অন্তত ১২০-১৫০ ডলার হবে!!!


এত Featured ADS পাওয়ার মূল Secret হল ওয়েবসাইটিতে ভিজিটর অনেক বেশী কিন্তু আসলে কি এত বেশী?? ভাল করে চেক করলে দেখা যাবে REAL VISITOR খুব বেশী গেলে ১০০০০ ছিল কিন্তু Dolancer এর ৫০০০০ ভিজিটের কারনে তা হয়ে গেছে ৬০০০০!! কি? ক্লিক টু আর্ন কি কাজে আসে বুঝে আসছে?


উদাহরন-৩: ওয়েবসাইটের রেঙ্কিং ও অতিরিক্ত কিছু আয়



দেখুন Website টিতে কোনো পোষ্টই এখনও লেখা হয় নি(তাই ডিফল্ট পোষ্ট Show করছে"Hello World")?? কিন্তু দেখুন ডানে বামে মাঝখানে উপরে সবজায়গায় গুগল এডসেন্স ও এড চয়েসেস এর এড এ ভর্তি। আমরা যতই Click to Earn এর মাধ্যমে এই ওয়েবসাইটটিতে ঢুকছি ততই পেজ ইম্প্রশান+ এড ইম্প্রেশান বাড়ছে ফলে যদিও Website টির পেছনে Dolancer মোটেই সময় ব্যয় করে নাই তারপরও তারা ভাল(আসলে ভাল না, বলতে হবে দারুন) টাকা কামাচ্ছে শুধুমাত্র Click to Earn কে কাজে লাগিয়ে।
>>ইন্টারনেটের দুনিয়ায় একটি ওয়েবসাইট ভাল বা মন্দ তার মান নির্ধারন করা হয় Website Ranking এর মাধ্যমে। এই Ranking নির্ভর করে বেশ কয়েকটি বিষয়ের উপর। তার মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হল ওয়েবসাইটে নিয়মিত ভিজিটরের পরিমান। তাই ডুলেন্সার এই Click to Earn কে বুদ্ধিমত্তার সাথে কাজি লাগিয়ে তাদের যেকোনো Low Ranking সমৃদ্ধ ওয়েবসাইটকেও High Ranked ওয়েবসাইটে পরিনত করতে পারে।

৩.ফ্রিলেন্সিং এর মাধ্যমে

Dolancer.com এ যখন কেউ কোনো JOB প্রকাশ করতে যায় তখন তাকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ সার্ভিস ফি হিসেবে দিতে হয়। এবং যে ঐ JOB কম্প্লিট করবে তাকেও কিন্তু ডুলেন্সারকে সার্ভিস ফি বাবদ নির্দিষ্ট পরিমান অর্থ দিতে হয়। এই সার্ভিস ফি কিন্তু পুরোটাই লাভ!
৪.কমিশনের মাধ্যমে

ডুলেন্সারের ইনকামের আরেকটি বড় সোর্স হচ্ছে এই কমিশন। আপনি টাকা উঠানোর সময় যে ৫% কমিশন দেন তার পুরোটাই কিন্তু ডুলেন্সারের লাভ!

৫.রেজিষ্ট্রেশান ফি-এর মাধ্যমে

রোকন ইউ. আহমেদের তথ্য মতে- "যদি ১০০ ডলার দিয়ে একটি নতুন একাউন্ট খোলা হয় তবে মূলত তার ৮৫ ডলারই রেফারাল ও মেচিং বোনাসের পেছনে চলে যায়(আপনি তো জানেন একেকটা রেজিষ্ট্রেশান কতগুলো পয়েন্ট হিট করে)"। তাহলে বাকি ১৫ ডলার থাকছে ডুলেন্সারের লাভ!

তাই ডুলেন্সারের জন্য প্রত্যেক একাউন্টে প্রতিদিন ১ ডলার দেয়া তেমন কোনো বড় ব্যাপার নয়।


ডুলেন্সারের অভ্যন্তরীন ব্যাংক Transaction

ডুলেন্সার কিভাবে অর্থ আয় করে তা নাহয় জানা গেল এবার একটু জেনে নিন কিভাবে এই অর্থ ডুলেন্সারের ব্যাংক একাউন্টে জমা হয়। মূলত ডুলেন্সারের অর্থ জমা হয় তাদের Singapore এবং USA এর ব্যাংক একাউন্টে। সেখান থেকে SWIFT এর মাধ্যমে ডলার ট্রান্সফার করে আনা হয় বাংলাদেশে, তাদের Eastern Bank LTD এর মতিঝিল শাখার ব্যাংক একাউন্টে। তারপর তা ক্যাশ করে আপনাদের হাতে হাতে দেয়া হয়।

New York এর একাউন্ট থেকে EBL এর একাউন্টে ট্রান্সফার রিকোষ্টের Confirmation Mail

এই রিকোষ্টের বাবদ যে SWIFT Transaction হয়েছিল তার কপি


যেহেতু ব্যাংক Transaction তাই উপরের ছবিগুলোতে ইচ্ছা না থাকলেও কিছু তথ্য মুছে দিতে হয়েছে তবে ফ্রেশ কপি আমার কাছে আছে। এরপর EBL এ টাকা পৌছানোর কপিও আমার কাছে আছে তবে Security এর জন্য পাবলিকলি প্রকাশ করা যাচ্ছে না(কতটুকু মুছা উচিত তা বুঝতে পারছি না)।


যদি তারপরও আপনার মনে Dolancer এর আয় নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকে তবে অনুগ্রহ করে কমেন্ট করুন, অবশ্যই রিপ্লাই দেয়া হবে অথবা ডুলেন্সারের অফিসে এসে কারো সাথে কথা বলুন। যদি তারপরও আপনার মনের সন্দেহ দূর না হয় তবে অবশ্যই আপনার সাথে ডুলেন্সারের এমডি জনাব রোকন ইউ. আহমেদের কথা বলার ব্যবস্থা করে দেয়া হবে।

Legal Documents

 Legal Documents 
Dolancer এর সকল লিগাল ডকুমেন্টস যেমনঃ রেজিস্টার ইনফো, ট্রেড লাইসেন্স, এগুলো নিয়ে এই পোষ্ট এ আলোচনা করা হবে। আসুন এক নজরে দেখে নেয়া যাক Dolancer এর ডকুমেন্টস গুলোকেঃ-



রেজিস্টার ইনফরমেশান দেখার জন্য প্রথমে সরকারি রেজিষ্ট্রেশান চেক করার ওয়েবসাইটে প্রবেশ করুন। এবার Dolancer Outsourcing Ltd লিখে সার্চ করুন। নিচের ছবির মত দেখতে পাবেন।




এবার আসি ট্রেড লাইসেন্স এর পর্বে। নিচে Dolancer এর ট্রেড লাইসেন্স এর স্ক্যান কপি দেয়া হল




স্পষ্ট করে দেখার জন্য উপরে আলাদা আলাদা স্ক্যান কপি দেয়া হল। তারপরও যদি কারও সন্দেহ থাকে তার জন্য দুই পৃষ্ঠা একত্রে স্ক্যান কপি নিচে দেয়া হল:




এগুলোতো গেল বাংলাদেশের ভেলিড লাইসেন্সের কপি এবার আমেরিকায় এরা কোথায় রেজাষ্টার আছে তা দেখে নেয়া যাকঃ



জি হ্যা, Dolancer কম্পানী আমেরিকার বিখ্যাত "Delaware" এ রেজিষ্টারকৃত একটি প্রতিষ্ঠান। আমেরিকায় সবচেয়ে কম টেক্স কাটে এই Delaware, যার হার ২.৫% । স্বয়ং গুগলও সর্বপ্রথম নিজেদের কম্পানী রেজিস্টার করেছিল এই Delaware এ যদিও তাদের অফিস ছিল ক্যালিফর্নিয়ায়। নিজে খুজে বের করার জন্য Delaware এর মূল ওয়েবসাইট এর সার্চ আপশানে ক্লিক করুন এবার DOLANCER লিখে সার্চ করুন পেয়ে যাবেন।


অতিরিক্ত কিছু তথ্য যা না লিখলেই নয়

** গত ১০ জুন আমেরিকার NEWS ZONE এ ডুলেন্সার নিয়ে একটি লেখা প্রকাশ করা হয়।






লেখাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন।

**Dolancer.com এর MD ও একই সাথে CEO "ROKON U. AHMED" কিছু দিন আগে "Best Software Outsourcing Performer" এওয়ার্ড পান যা প্রদান করেন Minister Of Primary & Mass Education জনাব মোতাহের হোসেইন। নিচে Award প্রদানের ছবিটি দেয়া হলঃ



>>নেভি ব্লু কোট পড়া ইনিই ROKON U. AHMED. ট্রেড লাইসেন্স এ ওনার ছবিই দেয়া আছে একটু ভাল করে দেখুন।

আপাদত মনে হয় যথেষ্ট Documents দেয়া হয়েছে। তারপরও যদি কারও মনে Dolancer এর ডকুমেন্ট নিয়ে কারো কোনো প্রকার প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে কমেন্ট করুন। আপনার প্রশ্নের উত্তর যথাযথ প্রমান সহকারে দেয়া হবে এই আশা রাখতে পারেন।






বুধবার, ২৩ নভেম্বর, ২০১১



আজকাল সবাই ইন্টারনেট  আয় করার জন্য উঠে পড়ে লেগেছে আর তাদের টাকা মেরে নেওয়ার জন্যও হাজার হাজার বাক্স সাইটআছে  তাই আজকাল অনলাইনে আয় করা এবং তার প্রেমেন্টপাওয়ার ঘটনা অত্যান্ত বিরল  যদিও অনেকে প্রেমেন্ট পেয়েছেন তবেঅধিকাংশই ধরা খেয়েছেন  তাই যারা ইন্টারনেট  আয় করতেইচ্ছুক তাদের সাথে একটি সাইট এর পরিচয় করিয়ে দিবো 


পরিচয় : এটি মূলত সর্বপ্রথম শুরু হয় আমেরিকা  সুদীর্ঘ বার বছরধরে তারা তাদের সার্ভিসটি এখনও চালু রাখতে পেরেছে  এইসাইটটি সম্পর্কে বারাক ওবামা সহ আরও বিখ্যাত ব্যাক্তিদের মন্তব্যবিস্তারিত দেখুন : 

http://www.facebook.com/dolancerinc?sk=wall
আরও জানতে : http://www.dolancer.com/index.php/about
এটি বাংলাদেশ এর যাত্রা খুব বেশীদিন হয়নি শুরু করেছে কিন্তু এরইমধ্যে 13000 মেম্বার পেয়েছে এবং প্রতিদিন আরও পাচ্ছেন 
Online e taka income korar ekti sohoj upay holo dolancer. Extra quality r kono proyojon nai.
Sudhu computer e soto khato kaj jemon Inernet use kora,facebook,mail cheak up etc korte parle tar jonno dolancer er ei kaj ti khub e sohoj. 
Ekhane join korar por apnake ekti ID,PASSWORD & online account toiri kore deoa hobe.apni jodi only 5days o work koren ei taka apni DHAKA R main office theke or apnake deoamaster card er maddhome tule nite parben. 
Ghore bose je kew tar computer or opera10 supported mobile e ei kaj easily korte paren.student, housewife,teacher,service holder sobai ekhane kaj korte parben.apnar mulloban somoy guruttohin kaje beboher na kore online e kaj korun.ami apnake assure korte pari (in BANGLADESH) apni parben e. 

FOR DETAILS CONTACT WITH ME: MEHRAB MOB:01675-265279/01710146825 & like it.


THE LEGAL STUFF

Dolancer Outsourcing Inc. is an American C corporation company, regulated and certified by California Secretary of State, USA. FEIN: 26-4731991 (California) SIC Code: 573701 (Computer Software) NAICS Code: 443120 (Software & Web-based application development, sell/resell, rent and lease firm.) Dolancer.com websites are operated by Dolancer Outsourcing Inc. trading as Dolancer.com

DOLANCER OUTSOURCING

Dolancer Outsourcing Inc. is an American C corporation company, regulated and certified by California Secretary of State, USA. FEIN: 26-4731991 (California) SIC Code: 573701 (Computer Software) NAICS Code: 443120 (Software & Web-based application development, sell/resell, rent and lease firm.) Dolancer.com websites are